CNCI Recruitment 2024- চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে কর্মী নিয়োগ, এইভাবে আবেদন করুন

CNCI Recruitment 2024- শিক্ষিত বেকারদের জন্য দুর্দান্ত সুযোগ, হাতছাড়া করলেই বড়ো লস! আপনি কি চাকরি খুঁজছেন? সরকারি বা বেসরকারি হাসপাতালে কাজ করার ইচ্ছে আছে? তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খবর। কারণ, বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute)। হাতে আছে আর মাত্র কয়েক দিন। ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

CNCI Recruitment 2024 Notification

প্রকাশিত বিজ্ঞপ্তির সূত্রে জানা গিয়েছে যে, মোট চারটি পদের জন্য কর্মী নিয়োগ করবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute)। তার মধ্যে এই পদগুলি হল চুক্তিভিত্তিক। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের (CNCI Recruitment) রেডিয়ো ডায়গনোসিস বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে। এছাড়াও হাসপাতালে পার্ট টাইম কনসালট্যান্ট, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট পদে কর্মীর দরকার আছে।

আরও পড়ুন – RCF Recruitment 2024- মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কাজের সুযোগ! শূন্যপদ 550, এইভাবে করুন আবেদন

১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

যোগ্যতাঃ ডক্টর অফ মেডিসিন (এমডি) কিংবা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি অথবা রেডিয়ো ডায়গনোসিস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যিক। এছাড়াও, কোনও মেডিক্যাল কলেজ কিংবা স্বীকৃত প্রতিষ্ঠানের ক্যানসার সংক্রান্ত বিভাগে অধ্যাপনা করেছেন, এমন প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন। তবে আবেদনকারীদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক।
বয়সঃ আবেদনকারীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। নিয়োগের সময় বয়সের প্রমাণপত্র যাচাই করা হবে বলে জানিয়েছেন।
শূন্যপদঃ এই চাকরির শুন্যপদ মাত্র একটি অর্থাৎ মাত্র একজন লোককেই চাকরিতে নিয়োগ করা হবে।
বেতনঃ এই পদে আবেদনকারীদের মাস গেলে মোটা টাকা মিলবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসিক বেতন ১,৫০,০০০ টাকা।

২) পার্ট টাইম কনসালট্যান্ট

যোগ্যতাঃ এই পদের জন্য ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)-র ডিগ্রিধারী ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে যাদের রেডিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট পদে আগে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা অগ্রাধিকার পাবেন।
বয়সঃ পদপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর। নিয়োগের সময় বয়সের প্রমাণপত্র সঙ্গে রাখা দরকার।
শূন্যপদঃ মাত্র একটি পদেই কর্মী নিয়োগ করা হবে।
বেতনঃ ওই পদের জন্য নির্দিষ্ট কোন বেতনের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিযুক্ত ব্যক্তিকে কাজের নিরিখে বেতন দেওয়া হবে বলেই জানা গিয়েছে।

৩) নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট

এই পদের ক্ষেত্রে অবশ্য দুটি ভাগ আছে। যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পদ দুটির মাসিক মাইনে থেকে শুরু করে আবেদনকারীর বয়সের সীমা আলাদা।
যোগ্যতাঃ নিউক্লিয়ার মেডিসিন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে, যারা শুধুমাত্র স্নাতক হয়েছেন তারাও কাজ করবার সুযোগ পাবেন।
বয়সঃ অনূর্ধ্ব ৪০ বছর বয়সি ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।
বেতনঃ দুটি বিভাগের ক্ষেত্রেই বেতনের পার্থক্য তৈরি হবে। বিজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মাসিক বেতন ৭০,০০০ টাকা।

CNCI Recruitment 2024-এ আবেদনের পদ্ধতি

১ এপ্রিল সকাল ১১টার মধ্যে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে যেতে হবে। ইন্টারভিউয়ের দিন জীবনপঞ্জি, প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। আপনাকে ওয়েবসাইটে যে আবেদন পত্রটির ফর্ম্যাট দেওয়া আছে সেটি পূরণ করে ইন্টারভিউ দেওয়ার সময় সঙ্গে রাখতে হবে। আবেদন ফি ২০০/- টাকা ধার্য করা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

আরও পড়ুন – Post Office Recruitment- ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন ? জেনে নিন

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক

Official WebsiteClick
Official NotificationDownload

Leave a comment