RCF Recruitment 2024- মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কাজের সুযোগ! শূন্যপদ 550, এইভাবে করুন আবেদন

RCF Recruitment 2024- ন্যূনতম ডিগ্রি থাকলেই এবার মিলবে চাকরি তাও আবার সরকারি। অবাক লাগছে? রেল কোচ ফ্যাক্টরি (Rail Coach Factory) এবার সেই রকম কর্মসংস্থানেরই উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে সংস্থার তরফে প্রকাশ্যে এসেছে নিয়োগ বিজ্ঞপ্তি (RCF Recruitment 2024)। সেই বিজ্ঞপ্তিতে প্রচুর সংখ্যক লোক নেওয়া হবে বলেই জানানো হয়েছে। সবথেকে বড় কথা হলো, খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনারা এখানে আবেদন জানাতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

RCF Recruitment 2024 Notification

আবেদন জানানোর জন্যে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় এমন দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে। পুরুষ ও মহিলা প্রার্থী এই RCF Recruitment 2024-এ আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন। নীচে পদের নাম, মোট শূন্যপদ, যোগ্যতা, বয়স, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

আরও পড়ুন – WBCSC Librarian Recruitment- রাজ্য কলেজে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এইভাবে করুন আবেদন

পদের নাম ও মোট শূন্যপদ

পদঃ মোট ৭ টি পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে একেকটি পদের জন্য একেক রকম শূন্যপদ রয়েছে। এখানে পদগুলির নাম উল্লেখ করার পাশাপাশি শূন্যপদ সংখ্যাও তুলে ধরা হলো।

  1. ফিটার (শূন্যপদ- মোট 200 টি শূন্যপদ রয়েছে এখানে।)
  2. ওয়েল্ডার (শূন্যপদ- মোট 230 টি শূন্যপদ রয়েছে এখানে।)
  3. মেসিনিস্ট (শূন্যপদ- মোট 5 টি শূন্যপদ রয়েছে এখানে।)
  4. পেন্টার (শূন্যপদ- মোট 20 টি শূন্যপদ রয়েছে এখানে।)
  5. কার্পেন্টার (শূন্যপদ-মোট 5 টি শূন্যপদ রয়েছে এখানে।)
  6. এসি এবং রেফ্রিজারেটর মেকানিক (শূন্যপদ- মোট 15 টি শূন্যপদ রয়েছে এখানে।)।
    উপরোক্ত বিভিন্ন ক্ষেত্রে সব মিলিয়ে 550 টি শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।

যোগ্যতা ও বয়স

যোগ্যতাঃ এই পদগুলিতে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। শুধু তাই নয়, নূন্যতম 50% নম্বর বাধ্যতামূলক। এছাড়াও, মাধ্যমিক পাশের সাথে সাথে উপরের যে কোনো একটি ট্রেডে দুই বছরের ITI সার্টিফিকেট থাকতে হবে।
বয়সঃ আবেদনকারীদের বয়স ২৪ বছরের নিচে হলে তারা সরাসরি আবেদন করতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স কিন্তু অবশ্যই ১৫ বছর হওয়া দরকার। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন ও নিয়োগ প্রক্রিয়া

মাসিক বেতনঃ মাস গেলে মোটা মাইনে হাতে পাবেন চাকরি পাওয়ার পর। এখানে প্রার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে রেলওয়ের নিয়ম অনুযায়ী।
নিয়োগ প্রক্রিয়াঃ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ সংশ্লিষ্ট ITI ট্রেডে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।

RCF Recruitment 2024-এ আবেদনের পদ্ধতি

RCF Recruitment 2024-এ অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এরপর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং একটি সিগনেচার আপলোড করে সাবমিট করতে হবে আবেদনপত্র। এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। Women/ SC /ST /PwD দের কোনও আবেদন মূল্য দিতে হবে না। কিভাবে আবেদন জানাবেন, তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে ।
  2. ওয়েবসাইটটি ওপেন হলেই আপনি সেখানে আবেদন জানানোর লিঙ্কটি দেখতে পাবেন।
  3. অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করার জন্য লিঙ্কে ক্লিক করুন।
  4. প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করুন।
  5. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি (যেমন, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার) সবগুলি সাইজ মতো আপলোড করুন।
  6. এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করলেই কাজ শেষ।
  7. অ্যাপ্লিকেশন জমা করার পর তার একটি কপি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন।
    আবেদনের সময়সীমাঃ এখানে আবেদন করার শেষ দিন 09.04.2024. তারিখ। হাতে রয়েছে আর মাত্র কয়েকদিন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন।

আরও পড়ুন – Post Office Recruitment- ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন ? জেনে নিন

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NotificationDownload
অনলাইনে আবেদনের লিঙ্কClick
RCF Official WebsiteHere

Leave a comment