NHPC Recruitment 2024 – জলবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, এই যোগ্যতা থাকলে আজই আবেদন করুন

NHPC Recruitment 2024 – যে সমস্ত প্রার্থীরা মোটা বেতনের চাকরির সন্ধান করছেন তাদের জন্য সুখবর! রাজ্যের জলবিদ্যুৎ দপ্তরে (NHPC Recruitment 2024) চাকরির দুর্দান্ত সুযোগ। রাজ্যের যেকোনো পুরুষ অথবা মহিলা প্রার্থী আবেদন জানাতে পারবে এই পদের জন্য। কিভাবে এই পদগুলিতে আবেদন জানাবেন? আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন? কত বছর বয়স পর্যন্ত আবেদন জানতে পারবে? মাসিক কত বেতন দেওয়া হবে? সমস্ত তথ্য আলোচনা করবো আজকের এই প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

NHPC Recruitment 2024 Notification

পদের নামসিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিকাল, আইটি, কম্পিউটার সাইন্স
নিয়োগ সংস্থাNHPC দপ্তর (National Hydro-Electric Power Corporation)
আবেদনের শেষ তারিখ১৪/০৪/২০২৪

আরও পড়ুন – SSC JE Recruitment – SSC-র মাধ্যমে ৯৬৪টি শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, আবেদন করুন এইভাবে

বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা

বয়সসীমাঃ সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত যেকোনো ইচ্ছুক পার্থী আবেদন জানাতে পারবে। আবেদন জানানোর ক্ষেত্রে প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ শুধুমাত্র নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই এই পদগুলিতে আবেদন জানাতে পারবে। উপরিক্ত প্রতিটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে।

শূন্যপদ, বেতন ও নিয়োগ প্রক্রিয়া

শূন্যপদ ও বেতনঃ বিদ্যুৎ দপ্তরের এই পদগুলিতে সবমিলিয়ে ১৭ টি শূন্যপদ রয়েছে। এই পদগুলিতে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের মাসিক সর্বোচ্চ ৯,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ যেসব প্রার্থীরা আবেদন জানাবেন তাদের নির্দিষ্ট পদ্ধতিতে যাচাই করা হবে। প্রথমে শিক্ষাগত যোগ্যতায় পাপ্ত নাম্বারের ভিত্তিতে সটলিস্ট করা হবে এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের এই পদগুলিতে নিযুক্ত করা হবে।

আরও পড়ুন – Kharagpur IIT Recruitment – কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো আইআইটি খড়্গপুর, এই যোগ্যতা থাকলে আবেদন করুন

NHPC Recruitment 2024-এ আবেদনের পদ্ধতি

উপরিক্ত প্রতিটি পদের আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের শিক্ষানবিশ পোর্টালে নিজেদের নিবন্ধন করতে হবে এবং পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের নিচের পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে।

  • প্রথমে আবেদনকারীদের জলবিদ্যুৎ দপ্তরের নিচের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি সহকারে রেজিস্ট্রেশন করে আবেদনপত্রটি নির্ভুল তথ্য সহকারে পূরণ করতে হবে।
  • প্রার্থীকে শিক্ষানবিশ আবেদনপত্রের প্রিন্ট আউট নিতে হবে এবং পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতার সমস্ত স্ব-প্রত্যয়িত শংসাপত্র, বি.টেক./ডিপ্লোমা মার্কশিট এবং শংসাপত্র, আবাসিক শংসাপত্র, জাত শংসাপত্র, আধারের কার্ড, প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্টসের জেরক্স কপি যুক্ত করতে হবে।
  • সর্বশেষে আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সিনিয়র ম্যানেজার (এইচআর), বায়রা শিউল পাওয়ার স্টেশন (এনএইচপিসিলিমিটেড), সুরঙ্গানি, তহসিল-সালুন, জেলা-চাম্বা-176317 (হিমাচল প্রদেশ) এই ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিতে হবে।

আরও পড়ুন – Airport Recruitment 2024 – ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের এয়ারপোর্ট দপ্তরে কর্মী নিয়োগ! শূন্যপদ ৪৯০, এইভাবে আবেদন করুন

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NotificationDownload
Official WebsiteClick Here

Leave a comment