Airport Recruitment 2024 – ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের এয়ারপোর্ট দপ্তরে কর্মী নিয়োগ! শূন্যপদ ৪৯০, এইভাবে আবেদন করুন

Airport Recruitment 2024 – শিক্ষিত বেকারদের জন্য বড়ো সুযোগ! রাজ্যের এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।‌ যেসব চাকরিপ্রার্থীরা বড়ো সংস্থায় ও উচ্চ বেতনের কাজের সন্ধান করছেন তাদের জন্য সুখবর রয়েছে। এই এয়ারপোর্ট দপ্তরের (Airport Recruitment 2024) ভিন্নপদগুলিতে আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। আজকের প্রতিবেদনে জানাবো এই রাজ্যের এয়ারপোর্টে নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – CNCI Recruitment 2024- চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে কর্মী নিয়োগ, এইভাবে আবেদন করুন

কি কি পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে? এই এয়ারপোর্ট দপ্তরে (Airport Job 2024) নিযুক্ত প্রার্থীদের মাসিক কত বেতন দেওয়া হবে? কি যোগ্যতা থাকলে একজন প্রার্থী এই পদগুলিতে আবেদন জানাতে পারবে? কত বছর বয়স পর্যন্ত ইচ্ছুক প্রার্থীরা আবেদনযোগ্য? ইত্যাদি সমস্ত তথ্য নিয়ে আলোচনা করবো আজকের এই প্রতিবেদনে। ইচ্ছুক প্রার্থীদের নিচের সমস্ত তথ্যগুলি ভালোভাবে অধ্যায়ন করে এই পদগুলিতে আবেদন জানাতে হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

AAI Recruitment 2024 Notification

পদের নামজুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার), জুনিয়র এক্সিকিউটিভ (সিভিল),
জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রিক্যাল), জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স),
জুনিয়ার এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি)
নিয়োগ সংস্থাএয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া
আবেদনের শেষ তারিখ০১/০৫/২০২৪

বয়সসীমা

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority Of India) দপ্তরে প্রার্থীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবে। প্রার্থীদের আবেদন জানানোর জন্য বয়স ২৭ বছরের নিচে হতে হবে। এই উপযুক্ত বয়েসের নিচে যেকোন প্রার্থী এই পদগুলিতে আবেদন জানাতে পারবে। আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ ও বেতন

শিক্ষাগত যোগ্যতা – এয়ারপোর্ট দপ্তরের প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের আর্কিটেকচার, সিভিল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ইঞ্জিনিয়ারের ডিগ্রি অর্জন করতে হবে।
শূন্যপদ ও বেতন – এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI Recruitment 2024) দপ্তরের সব পদগুলিতে মোট ৪৯০টি শূন্যপদ রয়েছে। উপরিক্ত প্রতিটি পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে সর্বনিম্ন ৪০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৪০,০০০ টাকার মধ্যে পারিশ্রমিক দেওয়া হবে।

Airport Recruitment 2024-এ আবেদনের পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন জানানোর জন্য কয়েকটি পদ্ধতি ভালোভাবে অবলম্বন করতে হবে।

  1. প্রথমে আবেদনকারীদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর প্রার্থীদের নিজের তথ্য সহকারে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  3. তারপর পুনরায় লগইন করে স্ক্রিনে আসা আবেদনপত্রটি নিজের তথ্য যেমন নিজের নাম, বাবার নাম, ক্যাটাগরি, জেন্ডার, জন্ম তারিখ, বয়স, ম্যাটারাল স্ট্যাটাস, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত তথ্যের সাহায্যে নির্মূল ভাবে পূরণ করতে হবে।
  4. এরপর আবেদনের জন্য চাওয়া নথিপত্রগুলির নির্দিষ্ট মাপে আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা করতে হবে।
  5. এই পদ্ধতিগুলো অনুসরণ করে যেকোন প্রার্থী খুব সহজেই এই পদগুলিতে আবেদন জানাতে পারবে।

আরও পড়ুন – 10th Pass Job 2024- রাজ্যের কলেজে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ থাকলেই করতে পারবেন আবেদন

Official Notification : Download
Online Application Link : Click
Official Website : Here

Leave a comment