Kharagpur IIT Recruitment – কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো আইআইটি খড়্গপুর, এই যোগ্যতা থাকলে আবেদন করুন

Kharagpur IIT Recruitment – খড়্গপুর IIT দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব অপেক্ষারত চাকরিপ্রার্থীরা কম সময়ে মোটা বেতনের চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুখবর তথ্য। যেকোন ইচ্ছুক প্রার্থী অফলাইনের মাধ্যমেই খড়্গপুর IIT দপ্তরের (Kharagpur IIT Recruitment) এই পদের জন্য আবেদন জানাতে পারবে। কি যোগ্যতার প্রয়োজন? কত বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবে? কিভাবে আবেদন করা সম্ভব? ইত্যাদি সমস্ত খুঁটিনাটি তথ্যের আলোচনা করবো আজকের এই প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

Kharagpur IIT Recruitment Notification

আরও পড়ুন – WB Job 2024 – রাজ্যের কন্যাশ্রী দপ্তরে ডাটা ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি, এই যোগ্যতা থাকলে আজই আবেদন করুন

পদের নামTBI Manager
নিয়োগ সংস্থাখড়্গপুর IIT দপ্তর
(Indian Institute Of Technology, Kharagpur)
আবেদনের শেষ তারিখ২৬/০৪/২০২৪

বয়সসীমা, শূন্যপদ ও বেতন

বয়সসীমাঃ নির্দিষ্ট বয়স পর্যন্ত যেকোন ইচ্ছুক প্রার্থী এই পদে আবেদন জানাতে পারবে। আবেদন জানানোর জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের নিচে হতে হবে।
শূন্যপদ ও বেতনঃ খড়গপুর আইআইটি কলেজের এই পদে ইচ্ছুক আবেদনকারীদের জন্য ১টি শূন্যপদ রয়েছে। এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক ৬০,০০০ টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

উপরিক্ত পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীদের MBA, M.Tech অথবা M.Sc ডিগ্রী অর্জন করতে হবে। উপযুক্ত যোগ্যতা সহিত কৃষি স্টার্টআপ/উদ্ভাবন/ইনকিউবেশন/উদ্যোক্তা/ব্যবসা এবং জ্ঞান ব্যবস্থাপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ভাল মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, এমএস অফিস এবং ইন্টারনেটে শক্তিশালী সাক্ষরতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি

যেসব প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। কীভাবে আবেদন করবেন দেখে নিন স্টেপ বাই স্টেপ।

  1. অফলাইনে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিচের লিংকে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে।
  2. তাতে থাকা আবেদনপত্রটির প্রিন্ট-আউট বার করতে হবে।
  3. তারপর আবেদনপত্রটিতে কলমের সাহায্যে স্পষ্টভাবে নিজের নাম, বাবার নাম, ক্যাটাগরি, জেন্ডার, জন্ম তারিখ, বয়স, ম্যাটারাল স্ট্যাটাস, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  4. সবশেষে আবেদনপত্রসহ নিচের যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রগুলির প্রিন্ট করতে হবে।
  5. তারপর আবেদনপত্রসহ নথিপত্রগুলি নির্দিষ্ট সময়ের আগে Chief Executive Officer, ABIF IIT Kharagpur, IIT Kharagpur Campus, Kharagpur, Paschim Medinipur, West Bengal-721302 এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আরও পড়ুন – CLW Recruitment 2024 – ‘চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস’-এ 492টি পদে কর্মী নিয়োগ, এই যোগ্যতা থাকলেই আবেদন করুন

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NotificationDownload
Official WebsiteClick Here

Website link :

Official Notification :

Leave a comment