Aadhaar Centre Business- একজন ভারতবাসীর পরিচয় পত্র হিসাবে সব থেকে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড (Aadhaar Card)। শুধু অফিসিয়াল কাজকর্ম নয়, যে কোন ক্ষেত্রে আধার কার্ডের বিকল্প হয় না। কিন্তু এই আধার কার্ড থাকলেই হয় না, আধার কার্ডের সমস্ত নথিপত্র যদি সঠিক না হয় তাহলেই পড়তে হয় বিপদে। আধার কার্ড মানেই বায়োমেট্রিক্যাল নথি। কোন মানুষের যদি বায়োমেট্রিকে গন্ডগোল হয়, সেক্ষেত্রে আধার কার্ড অফিসে (Aadhaar Card Office) যেতে হয় তাদের।
এই পরিস্থিতিতে আপনি যদি আধার সেন্টার (Aadhaar Centre) খুলে বসতে পারেন তাহলে খুব শীঘ্রই একটি লাভজনক ব্যবসার মুখ দেখতে পাবেন আপনি। আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো কিভাবে আধার কার্ডের ফ্র্যাঞ্চাইসি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনি। এখন চাকরির পাশাপাশি প্রায় প্রত্যেকেই চান ব্যবসা করতে কিন্তু মূলধনের কারণে তা হয়ে ওঠে না। তাই আজ জানাবো কিভাবে আধার কার্ডের ফ্র্যাঞ্চাইসি নিয়ে ব্যবসা শুরু করে প্রতিমাসে টাকা ইনকাম করতে পারেন আপনি।
আরও পড়ুন – RCF Recruitment 2024- মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কাজের সুযোগ! শূন্যপদ 550, এইভাবে করুন আবেদন
Aadhaar Centre Business খোলার জন্য কীভাবে আবেদন করবেন?
আধার কার্ডের সেন্টার (Aadhaar Centre Business) খোলার জন্য সবথেকে প্রথমে যেটা দরকার সেটি হলো লাইসেন্স। লাইসেন্স (Aadhaar Centre Licence) পাওয়ার জন্য আপনাকে ইউআইডিএআই এর অধীনে অনুষ্ঠিত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষাটি হয় অনলাইনে। লাইসেন্স পাওয়ার জন্য প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে লগইন করতে হবে। এরপর সঠিক আইডি এবং পাসওয়ার্ড দিলেই পেয়ে যাবেন ফর্ম।
ফর্ম পূরণ করে ছবি আপলোড করে সাবমিট করলে কোন ভেনুতে আপনি পরীক্ষা দিতে চান সেটি বাছাই করার সুযোগ পাবেন। এরপর পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করার পর একটি রশিদ বেরিয়ে আসবে। এবার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরীক্ষা দিয়ে পাশ করলেই আপনি পেয়ে যাবেন লাইসেন্স। আধার কেন্দ্র খোলার জন্য আপনার লাগবে আইডি স্ক্যানার, কম্পিউটার, ওয়েবক্যাম এবং চেয়ার টেবিল সহ যাবতীয় জিনিসপত্র। এই ব্যবসাটি শুরু করতে ৩০ থেকে ৪০ হাজার টাকা মূলধন লাগবে আপনার।
আরও পড়ুন – Post Office Recruitment- ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন ? জেনে নিন
আধার কেন্দ্র খোলার পর কী কী করতে পারবেন
- মোবাইল নম্বর আপডেট
- ভুল ঠিকানা সংশোধন
- আধার কার্ডের ছবি পরিবর্তন
- ইমেইল আইডি আপডেট
- জন্ম তারিখ এবং মোবাইল নম্বর সংশোধন
- নতুন আধার কার্ড তৈরি