10th Pass Job 2024- রাজ্যের কলেজে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ থাকলেই করতে পারবেন আবেদন

10th Pass Job 2024- রাজ্যের পলিটেকনিক কলেজে লাইব্রেরিয়ান সহ ভিন্নপদে কর্মী নিয়োগ। বিজ্ঞপ্তি প্রকাশ করলো আদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ (Adyapeath Annada Polytechnic College)। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই পদগুলির আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য তুলে ধরবো। তাই যেসব প্রার্থীরা চাকরির অপেক্ষারত এবং এই পদগুলিতে আবেদনে ইচ্ছুক তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। আবেদনের বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি ভালোভাবে অধ্যয়ন করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – TCS Recruitment- বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি Tata Consultancy Services-এর, জানুন আবেদন পদ্ধতি

পদের নাম, নিয়োগ সংস্থা ও বয়সসীমা

পদের নামএই নিয়োগটি ৪টি ভিন্ন পদে করা হবে। যথা লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরিয়ান, ক্যাশিয়ার ও স্টোর অ্যাসিস্ট্যান্ট।
নিয়োগ সংস্থানিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো আদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ (Adyapeath Annada Polytechnic College)।
বয়সসীমাএই পদগুলির ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১৮ বছরের উপরে এবং ৪০ বছরের নিচে হতে হবে। ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে প্রযোজ্য হবে। আবেদনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত S.C এবং S.T ক্যাটাগরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর এবং O.B.C ক্যাটাগরির প্রার্থীরা বয়েসের উর্ধ্বসীমায় ৩ বছর ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

উপরিক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। ইচ্ছুক আবেদনকারীদের এই পদগুলিতে আবেদনের জন্য নিচের যোগ্যতাগুলি থাকা প্রয়োজন।
1) এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গ মাধ্যমিক (10th Pass Job 2024) শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা বা তার সমমানের যোগ্যতা থাকতে হবে।
2) এছাড়াও কম্পিউটারের প্রাথমিক বিষয়ে জ্ঞান সহ ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ এবং বাংলায় ১০ টি শব্দ কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন – ICDS Recruitment – রাজ্যের 27টি BDO অফিসে অঙ্গনওয়াড়ি সহায়িয়া নিয়োগ! উচ্চ-মাধ্যমিক পাশে করতে পারবেন আবেদন

শূন্যপদ, বেতন, নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ

শূন্যপদ‌ ও বেতনউপরের পদগুলিতে সবমিলিয়ে মোট ৬ টি শূন্যপদ রয়েছে। নির্দিষ্ট যাচাই করনের পর এই পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন ২২,৭০০ টাকা থেকে সর্বোচ্চ ৫৮,৫০০ টাকা দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়াএই পদগুলিতে প্রার্থীদের প্রাপ্ত নম্বর/গ্রেড বা স্ক্রীনিং টেস্টের ভিত্তিতে নিযুক্ত করা হবে।
আবেদনের শেষ তারিখএই নিয়োগে আবেদন করার শেষ তারিখ হল ২১/০৪/২০২৪।

10th Pass Job 2024-এ আবেদনের পদ্ধতি

যেসব ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের আবেদনের জন্য অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। আসুন আবেদন করার আগে আবেদন প্রক্রিয়াগুলি ভালোভাবে জেনে নিই।

  1. অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য যেমন পোস্ট সিলেক্ট করতে হবে, নিজের নাম, বাবার নাম, ক্যাটাগরি, রিলিজিয়ান্স, ন্যাশনালিটি, মেটারিয়াল স্ট্যাটাস, জেন্ডার, জন্ম তারিখ, বয়স, ভোটার আইডি নাম্বার, আবেদনকারীর পার্মানেন্ট ঠিকানা, বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য সহযোগে সঠিকভাবে পূরণ করতে হবে।
  2. আবেদনপত্র পূরণের পর নিচে আবেদনকারীর সিগনেচার, পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি, অভিজ্ঞতার প্রমাণপত্র ইত্যাদি নির্দিষ্ট মাপের আপলোড করতে হবে।
  3. সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করুন।

আরও পড়ুন – পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে ৫৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ, কিভাবে করবেন আবেদন জেনে নিন

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official WebsiteClick
Official NotificationDownload
অনলাইনে আবেদনের লিঙ্ক Click

Leave a comment