Cast Certificate Application- SC/ST/OBC কাস্ট সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন অনলাইনে? জেনে নিন

Cast Certificate Application- স্কুল কলেজে ভর্তির সময় এমনকি চাকরি বা কোনো প্রকল্পের জন্য আবেদন করতে গেলে অনেক সময় এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট (SC/ST/OBC Certificate) এর প্রয়োজন হয়। আগে এই সার্টিফিকেটের আবেদন (Cast Certificate Application) করতে হলে মানুষকে অনেক ঝামেলার শিকার হতে হতো। এবার সরকার সাধারণ মানুষকে এই ঝামেলার হাত থেকে মুক্তি দিতে চলেছে। বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আগে সাধারণ মানুষকে কাস্ট সার্টিফিকেটের (Cast Certificate Application) জন্য আবেদন করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হতো। প্রচুর ডকুমেন্টস জোগাড় করবার পর কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করা যেত। আবেদন করার সময় যদি বিন্দু বিসর্গ তাতে ভুলত্রুটি হতো তাহলে আবেদনটি গ্রহণযোগ্য হতো না। তবে এবার সরকার এই বিষয়ে অনেকটাই সুবিধা দিয়েছে মানুষজনকে। বাড়িতে বসে খুব সহজেই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে।

আরও পড়ুন : 10th Pass Job 2024- রাজ্যের কলেজে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ থাকলেই করতে পারবেন আবেদন

আবেদনের পদ্ধতি

  • কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এরপর প্রধান মেনু তে গিয়ে Applicant অপশনের Apply for SC/ST/OBC-এ ক্লিক করতে হবে।
  • আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে ওখানেই দেখতে পারবেন কাস্ট সার্টিফিকেটের সম্পূর্ণ ফর্মটি। ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • ফর্মটি পূরণ হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউ বটানে ক্লিক করতে হবে।
  • OBC ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেটের জন্য যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার সামনে আরো একটি ফর্ম স্ক্রীনে দেখা যাবে সেখানে নিজের পিতা মাতার সার্ভিস, চাষের জমি, ল্যান্ড হোল্ডিং-এর সমস্ত তথ্য ইনপুট করতে হবে।
  • ফর্মটি পূরণ হয়ে গেলে আগের মতোই সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • অটো জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটি দেখা গেলে এটিকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন।

আরও পড়ুন : CNCI Recruitment 2024- চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে কর্মী নিয়োগ, এইভাবে আবেদন করুন

Cast Certificate Application-এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

কাস্ট সার্টিফিকেটের আবেদনের সময় মোট ৫টি ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সেগুলি হলঃ

  1. প্রার্থীর আধার কার্ড।
  2. ভোটার কার্ড।
  3. পাসপোর্ট সাইজের ছবি।
  4. বাসিন্দার সার্টিফিকেট।
  5. পরিবারের কারোর যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটের কপি।

Leave a comment