TCS Recruitment- বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি Tata Consultancy Services-এর, জানুন আবেদন পদ্ধতি

TCS Recruitment 2024- চাকরিপ্রার্থীদের জন্য বড়ো খবর। বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করতে চলেছে Tata Consultancy Services। TCS Recruitment নিয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে প্রায় ছয় হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে। স্নাতক উত্তীর্ণ যে সকল প্রার্থীরা চাকরির সন্ধানে রয়েছেন তারা আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? নিয়োগ সংক্রান্ত এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করা হল আজকের এই প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – কবে প্রকাশিত হবে WBPSC Food SI Cut-Off 2024 Answer Key? কিভাবেই বা দেখবেন? জেনে নিন

পদের নাম, শূন্য পদ এবং বয়সীমা

নিয়োগকারী সংস্থার নামঃ টাটা কনসালটেন্সি সার্ভিসের (TCS) অধীনে কাজ করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
পদের নামঃ Tata Consultancy Services-এর এই বিজ্ঞপ্তিতে IT ও BPS পদে লোক নেওয়া হবে।
শূন্য পদঃ সম্প্রতি TCS-এর যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে প্রায় ছয় হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে।
বয়স সীমাঃ যাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তারা টিসিএসের এই পদে আবেদনের যোগ্য।

শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে। এছাড়াও আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি পড়ুন।
মাসিক বেতনঃ Tata Consultancy Services-এর এই পদের জন্য সর্বনিম্ন ৩৪,১০০ টাকা থেকে সর্বোচ্চ ৪৭,৮০০/- টাকা বেতন প্রদান করবে সংস্থা।

TCS Recruitment 2024-এর আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং একটি সিগনেচার আপলোড করে সাবমিট করতে হবে আবেদনপত্র। কিভাবে আবেদন জানাবেন TCS Recruitment 2024-এর এই নিয়োগে, তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে ।
  2. ওয়েবসাইটটি ওপেন হলেই আপনি সেখানে আবেদন জানানোর লিঙ্কটি দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করার জন্য লিঙ্কে ক্লিক করুন।
  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করুন।
  4. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি (যেমন, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার) সবগুলি সাইজ মতো আপলোড করুন।
  5. এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করলেই কাজ শেষ।
  6. অ্যাপ্লিকেশন জমা করার পর তার একটি কপি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন।

আরও পড়ুন – PM Ujjwala Yojana- এবার বিনামূল্যে পাবেন রান্নার গ্যাস! এইভাবে আবেদন করুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়

গুরুত্বপূর্ন লিঙ্ক

Online আবেদনের লিঙ্কClick
Official WebsiteClick

Leave a comment