WBCSC Librarian Recruitment- শিক্ষিত বেকারদের জন্য দুর্দান্ত সুযোগ। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন আর চাকরি খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। এবার সরাসরি মিলবে চাকরি অর্থাৎ কোন লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হতে চলেছে লাইব্রেরিয়ান (WBCSC Librarian Recruitment) পদে। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের (WBCSC) পক্ষ থেকে সদ্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের (West Bengal College Service Commission) এই পদের জন্য নারী ও পুরুষ সকলেই আবেদন জানাতে পারবেন। এই পদে যারা নিযুক্ত হবেন মাস গেলে তাদের মোটা মাইনেও মিলবে। পশ্চিমবঙ্গের স্টেট এইডেড জেনারেল ডিগ্রি কলেজে চাকরি পাওয়া কর্মচারীকে পোস্টিং দেওয়া হবে। কারা আবেদন করতে পারবেন? কত টাকা বেতন? এই সমস্ত খুঁটিনাটি চটপট দেখে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
আরও পড়ুন – PM Ujjwala Yojana- এবার বিনামূল্যে পাবেন রান্নার গ্যাস! এইভাবে আবেদন করুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়
যোগ্যতা ও বয়সের সময়সীমা
যোগ্যতাঃ লাইব্রেরিয়ান পদে আবেদন করতে হলে আবেদনকারীর স্নাতকোত্তর পাসের ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটকেই গ্রহণ করা হবে।
বয়সঃ আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। ছাড়প্রাপ্ত চাকরিপ্রার্থীদের তালিকায় রয়েছে জাতি ও উপজাতি ক্যাটাগরির প্রার্থীরা।
বেতন ও আবেদন ফি
বেতনঃ লাইব্রেরিয়ান পদে চাকরি পাওয়া কর্মচারীরা ৫৭,৭০০ টাকা করে প্রতি মাসে বেতন পাবেন। লেভেল-১০ অনুযায়ী এই মাইনে নির্ধারণ করা হবে।
আবেদন ফিঃ জেনারেল প্রার্থীদের ২,০০০ টাকা দিতে হবে। তবে,আবেদন ফি’র ক্ষেত্রে ছাড় আছে SC, ST, OBC এবং EWS প্রার্থীদের। তাদেরকে ১০০০ টাকা করে আবেদন ফি দিতে হবে।
আরও পড়ুন –Post Office Recruitment- গ্রামীণ ডাক সেবক হিসাবে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি
WBCSC Librarian Recruitment-এর আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং একটি সিগনেচার আপলোড করে সাবমিট করতে হবে আবেদনপত্র। কিভাবে আবেদন জানাবেন, তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।
- আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে ।
- ওয়েবসাইটটি ওপেন হলেই আপনি সেখানে আবেদন জানানোর লিঙ্কটি দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করার জন্য লিঙ্কে ক্লিক করুন।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি (যেমন, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার) সবগুলি সাইজ মতো আপলোড করুন।
- এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করলেই কাজ শেষ।
- অ্যাপ্লিকেশন জমা করার পর তার একটি কপি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন।
আবেদনের শেষ তারিখঃ WBCSC Librarian Recruitment-এ আবেদন প্রক্রিয়ার শুরু হয়ে গিয়েছে ১২ ই মার্চ থেকে। ২০ শে এপ্রিল ২০২৪ শেষ তারিখ। আবেদন জানানো প্রার্থীদের চাকরি পাওয়ার জন্য, কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।