PM Ujjwala Yojana- এবার বিনামূল্যে পাবেন রান্নার গ্যাস! এইভাবে আবেদন করুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়

PM Ujjwala Yojana 2.0- ভারতবর্ষের গ্রামীণ এবং বঞ্চিত পরিবারগুলির রান্নার জ্বালানির জন্য এলপিজি গ্যাস (LPG Gas) সরবরাহের ব্যবস্থা করে ভারত সরকার। যে স্কিমের মাধ্যমে এই রান্নার গ্যাস সরবরাহ করার ব্যবস্থা করা হয় ওই স্কিমের নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana)। এই স্কিমের মূল লক্ষ্য ছিল যে রান্নার জ্বালানি যেমন কাঠ-কয়লা ঘুটে ইত্যাদির ব্যবহার বন্ধ করা। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে বিনামূল্যে একটি গ্যাস সিলিন্ডার (Free Gas Cylinder) দেওয়া হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

PM Ujjwala Yojana কবে চালু হয়?

কাঠ কয়লা দিয়ে রান্না করলে রান্নার সময় যে ধোঁয়া উৎপন্ন হয় সেই ধোঁয়া যেমন মহিলাদের স্বাস্থ্যের ক্ষতি করে তেমনভাবে পরিবেশের উপরও এক কু-প্রভাব সৃষ্টি করে। ২০১৬ সালে উজ্জলা যোজনা (PM Ujjwala Yojana) স্কিমটি প্রথম চালু করা হয়েছিল। এই স্কিমটি ব্যাপকভাবে সাফল্য অর্জন করার পরে কেন্দ্রীয় সরকার নতুন নামে এই স্কিমটিকে আবার চালু করেছে। এটির নতুন নাম হল ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0’ বা PM Ujjwala Yojana 2.0

আরও পড়ুন – কবে প্রকাশিত হবে WBPSC Food SI Cut-Off 2024 Answer Key? কিভাবেই বা দেখবেন? জেনে নিন

নতুনভাবে স্কিমটি চালু করার ফলে ভারতবর্ষের প্রায় 1.6 কোটি পরিবারে এলপিজি সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। বর্তমানকালে ভারতবর্ষে প্রায় উজ্জ্বলা 2.0 (Ujjwala Yojana ) স্কিমের অধীনে মোট 9.6 কোটি পরিবার রান্নার গ্যাস ব্যবহার করছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার PMUY (Pradhan Mantri Ujjwala Yojana ) স্কিমের মাধ্যমে নতুন করে আরও 75 লক্ষ গ্যাসের সংযোগ দেওয়ার অনুমোদন দিয়েছে। সরকারের উদ্দেশ্য হল এই প্রকল্পের অধীনে মোট 10.35 কোটি পরিবারকে গ্যাসের সুবিধা দান করা।

জানুন PM Ujjwala Yojana 2.0-তে আবেদন পদ্ধতি

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 স্কিমে আবেদন করতে গেলে আবেদনকারীকে প্রথমে ওই স্কীমের ওয়েবসাইটে বা দেশের যে কোনও এলপিজি আউটলেটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার সময় আবেদনকারীর নাম, বয়স, ঠিকানা, আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। সমস্ত তথ্য দেওয়ার পর সকল তথ্যের প্রমাণসহ ফর্মটি এলপিজির আউটলেটে জমা করতে হবে।

আরও পড়ুন – Civic Volunteer Recruitment- সোশ্যাল মাধ্যমে ছড়িয়েছে সিভিক ভলেন্টিয়ার চাকরির খবর, এই খবর কি সত্যি? জানুন আসল খবর

PM Ujjwala Yojana-তে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

  1. আবেদনকারীর ভোটার আইডি/আধার কার্ডের জেরক্স কপি।
  2. পাসপোর্ট সাইজের ছবি।
  3. পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েতের প্রধানের অনুমোদন প্রাপ্ত BPL শংসাপত্রের জেরক্স কপি।
  4. BPLপরিবার হলে রেশন কার্ডের জেরক্স কপি।

PM Ujjwala Yojana Official Website- Click

Leave a comment