Agriculture Subsidy- কৃষি প্রধান দেশ ভারতের সকল দরিদ্র চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে কখনো রোদে পুড়ে, আবার বৃষ্টিতে ভিজে ফসল ফলান। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণ তাদের কষ্ট করে উৎপন্ন করা ফসলগুলো নষ্ট হয়ে যায়, এর ফলে তাদের পড়তে হয় বিপাকে। তাদের এই বিরাট ক্ষতির হাত থেকে বাঁচাতে এবার পাশে দাঁড়ালো রাজ্য সরকার (State Government)। কৃষি ব্যবস্থাকে উন্নত করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন – PM Ujjwala Yojana- এবার বিনামূল্যে পাবেন রান্নার গ্যাস! এইভাবে আবেদন করুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়
কবে থেকে চালু হবে এই Agriculture Subsidy?
এবার কৃষককদের সহযোগিতা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করছে এক ভর্তুকি প্রকল্প (Agriculture Subsidy)। যে সকল কৃষকদের ফসল নষ্ট হয়ে গেছে তাদেরকে এই ভর্তুকি দেওয়া হবে। চলতি বছরের ১লা এপ্রিল থেকে চালু হবে সরকারের এই নতুন প্রকল্পটি। এই নতুন প্রকল্পের অধীনে আবেদনকারী চাষীদের কৃষি ক্ষেত্রে সাহায্য করার জন্য দেওয়া হবে ৪০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ এবং এর উপরে দেওয়া হবে ১৬ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি।
এই ভর্তুকির (Agriculture Subsidy) দেবার ফলে এই অর্থে কাজে লাগিয়ে দরিদ্র কৃষকেরা ট্রাক্টর, হারভেস্টার পাওয়ার টিলার, বীজ বপন যন্ত্র ইত্যাদি নানান জিনিস ব্যবহার করে কৃষিকাজকে আরো উন্নত করে তুলতে সক্ষম হবেন। ইতিমধ্যেই উন্নত প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়ানো থেকে শুরু করে মেশিন দিয়ে চারা গাছ রোপন, ধান বা গম ছাড়ানো বিভিন্ন কাজে ২২৮টি কাস্টমার হায়ারিং সেন্টার সাহায্য করে থাকে।
আরও পড়ুন – কবে প্রকাশিত হবে WBPSC Food SI Cut-Off 2024 Answer Key? কিভাবেই বা দেখবেন? জেনে নিন
কী কারণে Agriculture Subsidy দিচ্ছে রাজ্য সরকার?
এই সেন্টারগুলির তৈরি করতে আগে যদিও পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) ৪০ লক্ষ টাকা খরচ হতো, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানান যে, এখন থেকে সরকার নয়, তার বদলে কৃষকরা এই সেন্টার তৈরি করবে। এটি তৈরি করতে সরকার ঋণ দেবে কৃষকদের। তবে, সেই ঋণের টাকা যদি ঠিক সময়ে শোধ করতে অসমর্থ হয় কৃষকরা, তখন তাদেরকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার।