LPG Price Drop- আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে লোকসভা ভোট। তার আগে সাধারণ মানুষকে চমক দিতে একাধিক স্কিম নিয়ে আসছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার (State Government And Central Government)। এবার বলা যায় মধ্যবিত্তের ভাগ্য খুলে গেল। এক ধাক্কায় কমে গেল রান্নার গ্যাসের দাম, বাড়লো ভর্তুকির পরিমাণ। মুখে চওড়া হাসি আম জনতার। প্রত্যেক মাসের শুরুতেই পেট্রো পণ্যের দাম নতুন করে নির্ধারণ করা হয়ে থাকে কেন্দ্রের তরফ থেকে।
বিগত কয়েকদিনে ক্রমাগত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছিল, ফলে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ছিল। তাদের কথা ভেবে এই অভিনব উদ্যোগ কেন্দ্র সরকারের। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (CM Narendra Modi) জানিয়েছেন, সাধারণ এবং PMUY (Pradhan Mantri Ujjwala Yojana)-এর গ্রাহকেরাও এই উচ্চ হারের ভর্তুকির সুবিধা পাবেন। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে বর্তমানে সারাদেশের মধ্যে এলপিজি গ্রাহক রয়েছেন ৩১.৩৬ কোটি।
আরও পড়ুন – TCS Recruitment- বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি Tata Consultancy Services-এর, জানুন আবেদন পদ্ধতি
LPG cylinder-এ কত টাকা বাড়লো ভর্তুকি?
ঘরোয়া রান্নার গ্যাসের (LPG Price Drop) উপর ভর্তুকি বাড়ল ৩০০ টাকা। যদি কোনও গ্রাহক উজ্জ্বলা যোজনার (Ujjwala yojana) সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে তিনি ৩০০ টাকা কমে পেতে পারবেন রান্নার গ্যাস। আগামী এক বছর এই সুবিধা পাবে সাধারণ মানুষ। এক বছরের মধ্যে তাদের মোট লাভ হতে চলেছে ৩৬০০ টাকা ভর্তুকি। কারা পাবেন এই সুবিধা? কবে থেকেই বা চালু হবে এই নতুন নিয়ম? সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানাবো আজকের প্রতিবেদনে।
আরও পড়ুন – Agriculture Subsidy- কৃষকদের জন্য বড়ো খবর! কৃষকদের একাধিক কর্মসূচি রাজ্য সরকারের
LPG Price Drop-এর সুবিধা কারা পাবেন?
উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) সুবিধাভোগীরা পাবেন এই সুবিধা। উজ্জ্বলা উপভোক্তারা ৩০০ টাকা কমে পাবেন রান্নার গ্যাস (LPG Price Drop)। মূলত এই গ্রাহকদের জন্যেই আগামী এক বছর এই সুবিধা চালু করতে চলেছে কেন্দ্র সরকার। সামনে লোকসভা নির্বাচন। এপ্রিল মাসের মধ্যেই এই ভোট শুরু হয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম (LPG Price Drop) নিয়ে তারপরেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে কেন্দ্র সরকার।
নতুন নিয়ম কবে থেকে লাগু হবে?
একবার বিজ্ঞপ্তি প্রকাশ্যে এলেই চালু হয়ে যাবে ভর্তুকি প্রদান। এমনকি শোনা যাচ্ছে, মার্চ মাসের মধ্যেই এই ভর্তুকি ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্টে। কেন্দ্রের তরফে প্রত্যেক মাসের শুরুতেই নতুন করে পেট্রো পণ্যের দাম নির্ধারণ করা হয়ে থাকে। চলতি মার্চ মাসে মূল্য নির্ধারণ করার সময় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন, আগামী এক বছর ঘরোয়া গ্যাসের ওপর ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার কথা। অতিরিক্ত ভর্তুকি চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন – WBCSC Librarian Recruitment- রাজ্য কলেজে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এইভাবে করুন আবেদন