PM Scholarship Scheme- বড়ো সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, এবার পড়ুয়ারা পাবে মাসিক 3000 টাকা! জানুন আবেদনের পদ্ধতি

PM Scholarship Scheme- এবার দেশের পড়ুয়াদের জন্য দারুন খবর। কেন্দ্রীয় সরকারের (Central Government) পক্ষ থেকে আনা হয়েছে আরও একটি নতুন প্রকল্প PM Scholarship Scheme যা তৈরী করা হয়েছে পড়ুয়ারদের আর্থিক সুবিধা প্রদানের জন্য। সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই একের পর এক প্রকল্প প্রকাশ হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এবার দেশের পড়ুয়াদের কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে আনা হলো আরো একটু নতুন স্কলারশিপ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

PM Scholarship Scheme মূলত একটি স্কলারশিপ যা পড়ুয়াদের আর্থিক সুবিধা প্রদানের জন্য আনা হয়েছে। প্রতি মাসে তিন হাজার টাকা পাবে পড়ুয়ারা খবর সুত্রে তেমনটাই জানা গেছে। এই টাকা দেওয়া হবে প্রত্যেককেই কিন্তু অবশ্যই রয়েছে কিছু নিয়ম যেগুলি নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো। কারা আবেদন করতে পারবেন? কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে? কিভাবে আবেদন করবেন? সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরবো আজকের প্রতিবেদনের মাধ্যমে।

আরও পড়ুন – Aadhaar Update Documents- বাড়লো সময়সীমা! এইদিনের মধ্যে আধার এই কাজটি করুন, নাহলে পড়বেন বড়ো বিপদে

কারা আবেদন করতে পারবে PM Scholarship Scheme-তে?

PM Scholarship Scheme মূলত আমাদের দেশের মেধাবী পড়ুয়াদের জন্য যারা আর্থিক অভাবে নিজেদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে না। তাদের পাশে দাঁড়াতে এই প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। স্কুল থেকে কলেজ সকল স্তরে কোটিকোটি মেধাবী ছাত্র-ছাত্রী ইতিমধ্যে বিভিন্ন কলারশিপের আওতায় রয়েছে। বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে তার উপকৃত হচ্ছে। মূলত এই স্কলারশিপ প্রদান করা হবে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্টের (Central Army Department) পক্ষ থেকে।

তবে এই প্রকল্পের আওতায় আসবে সেই সকল পড়ুয়ারা যারা প্রাক্তন সেনা কর্মী, প্রাক্তন কোস্টগার্ড কর্মী, পুলিশকর্মী এবং রেল কর্মী, যারা জঙ্গি বা নকশাল হামলায় শহীদ হয়েছে তাদের সন্তান এবং বিধবা স্ত্রীরা। প্রধানমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই আলাদা করে স্কলারশিপ পায়। ৩০,০০০ টাকা প্রতি মাসে পায় পুরুষরা এবং স্ত্রীরা ৩৬ হাজার টাকা পায়। এই প্রকল্পে পুরুষ প্রার্থীরা প্রতি মাসে ২৫০০ টাকা এবং মহিলা প্রার্থীরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পায়।

যে সকল ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না বা টিউশনের খরচ বইপত্রের খরচ আর্থিকভাবে টানতে পারে না তারা এই সুবিধা পাবে। সকল মিলিয়ে প্রায় ৫৫০০ জন প্রার্থী এই স্কলারশিপ পায়। যার মধ্যে পুরুষ রয়েছে ২৭৫০ মহিলা রয়েছে ২৭৫০। তবে প্রকল্পের আওতায় আসবে সেই সকল পড়ুয়ারা যারা প্রাক্তন সেনা কর্মী, প্রাক্তন কোস্টগার্ড কর্মী ,পুলিশকর্মী এবং রেল কর্মী মূলত যারা জঙ্গি বা নকশাল হামলায় শহীদ হয়েছে তাদের সন্তান এবং বিধবা স্ত্রীরা।

আরও পড়ুন – 8th Pay Commission- বড়ো ঘোষণা কেন্দ্রের, ফের বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন!

আবেদনের নিয়মাবলী

  1. আবেদনকারীকে আরপিএফ অথবা আসাম রাইফেলের শহীদ কর্মীর সন্তান হতে হবে।
  2. UGC বা AICTE দ্বারা স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বর্তমানে পড়াশোনা করতে হবে।
  3. উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৬০ শতাংশ নাম্বার থাকা জরুরী।
  4. যারা রেগুলার কোর্সে পাঠরত তারাই পাবে এই স্কলারশিপ।
  5. যারা ডিস্টেন্স বা অনলাইনের মাধ্যমে কোর্সের সাথে যুক্ত তারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেনা।
  6. আবেদনকারীকে অন্য কোন স্কলারশিপের টাকা পেলে হবেনা।

PM Scholarship Scheme-তে আবেদনের পদ্ধতি

  1. এই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.desw.gov.in/prime-ministers-scholarship-scheme-pmss) যেতে হবে।
  2. সেখানে নিউ রেজিস্ট্রেশন বলে একটি অপশন আসবে সেখানে ক্লিক করার পর নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে নিজের নামটা নথিভুক্ত করতে হবে। যাদের আগের রেজিস্ট্রেশন করা আছে তাদের আর পুনরায় রেজিস্ট্রেশন করা দরকার নেই।।
  3. আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবেদনকারীকে লগইন করতে হবে
  4. এরপর PM Scholarship Apply Now অপশনে ক্লিক করতে হবে এবং একটি উইন্ডো ওপেন হবে।
  5. এরপরই আপনি আবেদনের ফর্মটি দেখতে পাবেন। সেখানে মস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।
  6. এরপর নেক্সট বাটনে ক্লিক করে পরের পেজে আসতে হবে এবং সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
  7. সবশেষে সমস্ত তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন – LPG Price Drop- 300 টাকা কমলো রান্নার গ্যাসের দাম, পশ্চিমবঙ্গে কত কমলো? জেনে নিন

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • বয়সের প্রমাণপত্র।
  • আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড।
  • উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও মার্কশিট।
  • এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • বর্তমানে আবেদনকারী যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত সেই প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
  • ব্যাংকের পাস বই।
  • আবেদনকারীর পিতা অথবা স্বামীর পেশার প্রমান পত্র।
  • আরো অন্যান্য নথিও আবেদনের সময় দরকার হতে পারে।

Leave a comment