Aadhaar Update Documents- বাড়লো সময়সীমা! এইদিনের মধ্যে আধার এই কাজটি করুন, নাহলে পড়বেন বড়ো বিপদে

Aadhaar Update Documents- ভারতের প্রত্যেকটি নাগরিকের কাছে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার পাশাপাশি অন্যান্য কাজে ব্যবহৃত হয় আধার নম্বর। আধার কার্ড ছাড়া আজকাল এক মুহূর্ত চলা অসম্ভব। তবে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে আমাদের পড়তে হয় আরো বড় সমস্যায়। আধার কার্ডের সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে খোলা যায় না ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – Post Office Recruitment- ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন ? জেনে নিন

এছাড়াও মোবাইল নম্বর আধার কার্ডের সাথে যুক্ত থাকা অন্যতম প্রধান শর্ত প্রধানমন্ত্রী কিসান যোজনার (PM Kishan Yojana) মতো প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে। অন্যদিকে আধার আপডেট (Aadhaar Update) করার জন্য মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে আধারের সাথে। আধার কার্ডের মাধ্যমে কোনও প্রকল্পে আবেদন করা হোক কিংবা UIDAI-এর ওয়েবসাইটে প্রবেশ করা হোক, ওটিপি ছাড়া এই কাজগুলি সম্ভব নয়। তাই যদি আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhaar Link With Mobile) না থাকে তাহলে আপনি পাবেন না OTP।

Aadhaar Update Documents-এর সময়সীমা কত দিন বাড়ানো হল?

প্রসঙ্গত, বিনামূল্যে আধার আপডেট (Free Aadhaar Update Documents) করার সময়সীমা সম্প্রতি বাড়ানো হয়েছে। এর আগে ১৪ই মার্চ ছিল বিনামূল্যে আধার আপডেট করার শেষ দিন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১৪ই জুন পর্যন্ত নাগরিকরা এই কাজ করতে পারবেন। অর্থাৎ ৩ মাস সময় অতিরিক্ত দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ‘mAadhaar’ অ্যাপে বা UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে আধার আপডেট (Aadhaar Update Documents) করার জন্যও মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে আধারের সাথে। তবে এমন বহু আধার কার্ড রয়েছে যার সাথে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhaar Link With Mobile) করা নেই।

আরও পড়ুন – RCF Recruitment 2024- মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কাজের সুযোগ! শূন্যপদ 550, এইভাবে করুন আবেদন

আধারে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কি করবেন?

এখন প্রশ্ন উঠতেই পারে যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে কী করবেন? এক্ষেত্রে বলে রাখা ভালো যদি আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে সেটি ঘরে বসে করা যাবে না। আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনাকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে (Aadhaar Seva Kendra) যেতে হবে। সেখানে গিয়ে পূরণ করতে হবে নির্দিষ্ট ফর্ম। তারপর আপনাকে দিতে হবে ৫০ টাকা চার্জ। সেই ফর্ম জমা দেওয়ার কিছুদিনের মধ্যে আপনার আধারের সাথে লিঙ্ক হয়ে যাবে মোবাইল নম্বর।

আরও পড়ুন – WBCSC Librarian Recruitment- রাজ্য কলেজে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এইভাবে করুন আবেদন

Leave a comment