Jago Prokolpo: তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যের জনসাধারণের জন্য। এগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar)। এই লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রতিমাসে মহিলারা সরকারের থেকে হাজার টাকার কাছাকাছি আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এছাড়াও রাজ্যের অন্যান্য স্তরের মানুষদের জন্যও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো না কোনো প্রকল্প নিয়ে এসেছে।
আরও পড়ুন – 8th Pay Commission- বড়ো ঘোষণা কেন্দ্রের, ফের বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন!
গরিব মানুষদের মুখে দু মুঠো ভাত তুলে দেওয়ার জন্য খাদ্য সাথী প্রকল্প, অথবা স্কুলের পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য সবুজ সাথী প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল প্রদান, রাজ্য সরকারের জনমুখী প্রকল্প আজ প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। তবে এবার পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে মহিলারা পেয়ে যাবেন ৫০০০ টাকা। সরকার এই প্রকল্পের নাম দিয়েছে ‘জাগো প্রকল্প’। Jago Prokolpo-এর আওতায় ৫০০০ টাকা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে।
WB Jago Prokolpo-এর শর্তাবলী
সেই শর্তগুলি যদি পূরণ হয় তাহলে পেয়ে যেতে পারেন পাঁচ হাজার টাকা। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলারাই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই রাজ্য সরকারী প্রকল্পের (WB Govt. Scheme) জন্য প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করে আবেদনপত্র (Jago Prokolpo Application) জমা দিতে হবে। কারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য অবশ্যই ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।
কারা আবেদন করতে পারবেন?
Jago Prokolpo বা ‘জাগো’ প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের ১৮ বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। কমপক্ষে ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট থাকতে হবে প্রার্থীর। অবশ্যই স্বনির্ভর দলের সদস্য হতে হবে ওই প্রার্থীকে। পাশাপাশি ওই দলটির মেয়াদ এক বছরের বেশি হতে হবে এবং পূর্বের লেনদেন থাকতে হবে। এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইট https://shgsewb.gov.in/shgadmin/home। এই ধরনের চাকরির খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি (কর্ম দিশারী) ফলো করতে ভুলবেন না।
আরও পড়ুন – Aadhaar Update Documents- বাড়লো সময়সীমা! এইদিনের মধ্যে আধার এই কাজটি করুন, নাহলে পড়বেন বড়ো বিপদে