WB Health Department Recruitment – দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারের সংখ্যা। চাকরির বাজারে যেন এক প্রকার মন্দা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আমরা সবসময়ই আপনাদেরকে নানান ধরনের চাকরির সন্ধান দিয়ে থাকার চেষ্টা করি। এই প্রতিবেদনেও তেমন একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গের একাধিক জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ (WB Health Department Recruitment) করা হবে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে নিয়োগের বিজ্ঞপ্তিও। আবেদন করার জন্য হাতে আছে আর মাত্র কয়েক দিন।
WB Health Department Recruitment 2024
পদের নামঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের (Health Department Recruitment) অনেকগুলি পদে একসাথে কর্মী নিয়োগ করা হবে। জেনে নিন পদগুলির নাম।
- Anaesthesiology
- Anatomy
- Cardiology
- Biochemistry
- Endocrinology
- GI Anaesthesia
- GI Radiology
- Haematology
- Medical Genetics
- Nephrology
- Neuromedicine
- Pathology
- Paediatric Medicine
- Psychiatry
- Radiodiagnosis
এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, রাজ্যের West Bengal Health Department-এ এই পদগুলি ছাড়াও আরো অন্যান্য পদেও কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নেওয়া জরুরি।
আরও পড়ুন – RCF Recruitment 2024- মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কাজের সুযোগ! শূন্যপদ 550, এইভাবে করুন আবেদন
শূন্যপদ ও বয়সের সময়সীমা
শূন্য পদঃ এখানে প্রতিটি পদের উপর ভিত্তি করে একাধিক শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মোট শূন্য পদ রয়েছে 536টি অর্থাৎ 536 কর্মী নিয়োগ করা হবে।
বয়সঃ সর্বাধিক ৪৫ বছর বয়সী চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারীদের মধ্যে যাদের বয়স ৪৫ বছরের কম তারাও চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। নিয়োগের সময় বয়সের প্রমাণপত্র বাধ্যতামূলক।
আবেদনের পদ্ধতি
যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন জানাবেন, তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।
- আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে ।
- ওয়েবসাইটটি ওপেন হলেই আপনি সেখানে আবেদন জানানোর লিঙ্কটি দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করার জন্য লিঙ্কে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি (যেমন, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার) সবগুলি সাইজ মতো আপলোড করুন। এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করলেই কাজ শেষ।
- অ্যাপ্লিকেশন জমা করার পর তার
একটি কপি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলো চাকরিপ্রার্থীদের সঙ্গে রাখতে হবে সেগুলোর একটি তালিকা তুলে ধরা হলো।
- ১. বয়সের প্রমানপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট।
- ২. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- ৩. আধার কার্ড বা ভোটার কার্ড।
- ৪. কাস্ট সার্টিফিকেট।
- ৫. পাসপোর্ট সাইজের ফটো।
আরও পড়ুন – Post Office Recruitment- ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন ? জেনে নিন
আবেদনের শেষ তারিখঃ আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/03/2024। যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা ওই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট তারিখের পর কোন আবেদনকারীর আবেদনপত্র আর গৃহীত হবে না।