Civic Volunteer Recruitment 2024 – পশ্চিমবঙ্গে ১ লক্ষ শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! কতটা সত্যি এই খবর? বিস্তারিত ভাবে জানাবো আজকের প্রতিবেদনে। সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে বেশ অনেকগুলি চাকরি এবং প্রকল্পের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে কিছু চাকরির পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। লক্ষীর ভান্ডার (Lokkhir Bhandar) সহ বেশ কিছু প্রকল্পের কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার।
লোকসভা নির্বাচনের আবহের মধ্যেই এবার শোনা গেল আরও একটি চাকরির খবরের কথা। মাঝে মাঝে প্রথম সপ্তাহ থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে শোনা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার (WB Civic Volunteer Recruitment) পদে নিয়োগ করবেন রাজ্যবাসীকে। এই নিয়ে অনেকের মনেই দ্বিধা তৈরি হয়েছিল তবে আজ এই প্রতিবেদনে জানা যাবে আদৌ কি সত্যি সিভিক ভলেন্টিয়ার পদের জন্য লোক নেওয়া হচ্ছে।?
Civic Volunteer Recruitment-এর ভাইরাল নিউজ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
জানা গেছে, রাজ্যে সিভিক ভলেন্টিয়ার পরে মোট ১ লক্ষ চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। শুধু তাই নয়, সাধারণ সিভিক ভলেন্টিয়ারের মতই তাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। সিভিক ভলেন্টিয়াররা যেমন প্রতি মাসে পারিশ্রমিক পান ১০,০০০ টাকা, ঠিক তেমনি এই পদে নিযুক্ত নতুন প্রার্থীদেরও একই বেতন দেওয়া হবে। তবে শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, জুনিয়র কনস্টেবল পদে নিযুক্ত করা হবে চাকরিপ্রার্থীদের। এই চাকরি থেকে আবার রিটায়ারমেন্টের পর পেনশনও দেওয়া হবে।
কিন্তু আদৌ কি এই বিজ্ঞপ্তি সঠিক? সত্যি কি লোকসভা নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত (Civic Volunteer Recruitment News) করা হবে? না, এই খবরটি একেবারে ভুয়ো। সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ কমিশনারের তরফে অফিসিয়াল নোটিফিকেশন দ্বারা জানানো হয়েছে, তারা কোন রকম বিজ্ঞপ্তি প্রকাশ করেননি এই বিষয়ে। ইন্টারনেটের মাধ্যমে পাওয়া খবরের সততা যাচাই না করে কেউ যেন এই বিজ্ঞপ্তিতে না নজর দেন সে কথাই জানিয়েছেন তারা।