ICDS Recruitment- শিক্ষিত বেকারদের জন্য ফের বড়ো সুযোগ! জানা যাচ্ছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Sahayika Recruitment 2024) নিয়োগ করা হবে মালদা এবং উত্তর 24 পরগনা জেলার সুসংহত শিশু কেন্দ্রগুলিতে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দারা এখানে আবেদনের যোগ্য। এগুলো মূলত স্বেচ্ছা সেবামূলক পদ। নির্বাচিত প্রার্থীদের সরকারি ভাতা দেওয়া হবে, তবে সরকারি কর্মচারীর সুবিধা তারা পাবেন না।
আরও পড়ুন – RCF Recruitment 2024- মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কাজের সুযোগ! শূন্যপদ 550, এইভাবে করুন আবেদন
পদের নাম, শূন্যপদের সংখ্যা ও যোগ্যতা
পদের নামঃ অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Sahayika Recruitment) পদের জন্য মহিলা কর্মীদের কাজে নেওয়া হবে।
শূন্যপদের সংখ্যাঃ এক্ষেত্রে শূন্যপদ রয়েছে বিভিন্ন ওয়ার্ড অনুযায়ী। দুটি জেলাতেই একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলবে। নির্দিষ্ট জেলা ও ওয়ার্ডের শূন্য পদের সংখ্যা জানার জন্য অফিশিয়াল লিংকে ক্লিক করুন।
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মহিলা প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। এছাড়াও যেসব প্রার্থীদের উচ্চতর ডিগ্রী রয়েছে তারাও আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের শূন্য পদযুক্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে।
বয়সসীমা ও নিয়োগ প্রক্রিয়া
বয়সসীমাঃ 18 থেকে 35 বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে, আবেদনকারীদের বয়সের প্রমাণপত্র বাধ্যতামূলক। 1/1/2024 তারিখের হিসেবে বয়সসীমা নির্ধারণ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ প্রার্থীদের নিয়োগ করার ক্ষেত্রে দু ধরনের পরীক্ষা পদ্ধতি অবলম্বন করা হবে। একটি হবে 90 নম্বরের লিখিত পরীক্ষা আরেকটা ইন্টারভিউ হবে 10 নম্বরের। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে কালিম্পং, দার্জিলিং এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে।
ICDS Recruitment-এর আবেদন পদ্ধতি
আবেদন পদ্ধতিঃ প্রার্থীদের অফলাইন মোডে আবেদন জানাতে হবে। নির্দিষ্ট লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে আবেদন পত্র। এরপর সেই আবেদন পত্র পূরণ করতে হবে। নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে যথাযথ নথি সহ পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদন পত্র পাঠানোর ঠিকানা বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম। সেক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখঃ মালদা জেলায় 31/03/ 2024 এবং উত্তর 24 পরগনায় 02/04/2024 তারিখ বিকেল 5 টা পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদন পত্র। এই তারিখের পর আর কোনরকম আবেদন পত্র গ্রহণ করা হবে না বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন – Post Office Recruitment- ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন ? জেনে নিন