8th Pay Commission- শীঘ্রই গঠন হতে চলেছে নতুন বেতন কমিশন, খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা। বিস্তারিত ভাবে জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। লোকসভা ভোটের আগেই সুখবর পেলেন কেন্দ্রীয় কর্মচারীরা (Central Government Employees)। লোকসভা নির্বাচনের পর এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বেতনের অংক। সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার।
কবে গঠন হবে 8th Pay Commission?
সম্প্রতি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর (4% DA Hike) অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। যা বেড়ে পৌঁছেছে ৫০ শতাংশে। সূত্রের খবর, খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) মেয়াদ শেষ হতে চলেছে। যার ফলে চাকরিজীবীদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করা হবে। আগের বেতন সংশোধনও করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কর্মচারী ইউনিয়ন ইতিমধ্যে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ফাইল তৈরি করচ্ছে।
আরও পড়ুন – Agriculture Subsidy- কৃষকদের জন্য বড়ো খবর! কৃষকদের একাধিক কর্মসূচি রাজ্য সরকারের
একই সঙ্গে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। সূত্রের খবরে জানা যাচ্ছে, লোকসভা ভোটের পর পরবর্তী বেতন কমিশন গঠন নিয়ে সরকার একটা সিদ্ধান্ত নিতে চলেছে। এতদিন বলা হচ্ছিল অষ্টম বেতন কমিশন আসবে না। কিন্তু এখন মনে করা হচ্ছে, সপ্তম বেতন কমিশনের পর আসতে চলেছে অষ্টম বেতন কমিশন। যার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এই নিয়ে এখনও কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে কর্মীদের?
সূত্রের খবর, এই ২০২৪ সালে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন হতে পারে। একই সঙ্গে দেড় বছরের মধ্যে এটি বাস্তবায়ন হয়ে যেতে পারে। যা হলে কর্মীদের বেতনে সবচেয়ে বড় লাভ হবে। এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বেতনের অংক। তখন কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে দাঁড়াবে ৩.৬৮ গুণ। কর্মচারীদের মূল বেতন ৪৪.৪৪% বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে, এমনটা হলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনের স্কেল ঊর্ধ্বমুখী হবে।
আরও পড়ুন – LPG Price Drop- 300 টাকা কমলো রান্নার গ্যাসের দাম, পশ্চিমবঙ্গে কত কমলো? জেনে নিন
আসলে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) তুলনায় অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) অনেক পরিবর্তন সম্ভব। ফিটমেন্ট ফ্যাক্টররেও আসবে বড় পরিবর্তন। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে সরকার ১০ বছরে একবার বেতন কমিশন (Pay Commission) গঠন করে। এখন দেখার বিষয় কবে এই অষ্টম বেতন কমিশন গঠিত হয়। এই ধরনের আরও খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি (কর্ম দিশারী) ফলো করবেন।