BOB Recruitment 2024– SBI, UCO ও Axis এর মতোই দেশের একটি নামকরা ব্যাংক হল BOB (Bank Of Baroda)। এই ব্যাঙ্ক অফ বরোদা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (BOB Recruitment 2024 Notification) জারি করেছে। ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে দুটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অফলাইন মাধ্যমে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে। রাজ্যের সমস্ত জেলার প্রার্থীরাই এই পদে আবেদনের যোগ্য। নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।
আরও পড়ুন –Post Office Recruitment- গ্রামীণ ডাক সেবক হিসাবে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি
১) পদের নাম অফিস অ্যাসিস্টেন্ট
শূন্য পদের সংখ্যাঃ অফিস অ্যাসিস্টেন্ট পদে ব্যাঙ্ক অফ বরোদা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (BOB Recruitment 2024 Notification) অনুযায়ী একজনকে নিয়োগ করা হবে।
যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে। তার সাথে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা। জানতে হবে আঞ্চলিক ভাষা সহ হিন্দি ও ইংরেজি। থাকতে হবে টাইপিং স্কিল।
বয়স সীমাঃ যাদের বয়স ৪০ বছরের মধ্যে তারা এই পদে আবেদনের যোগ্য।
বেতনঃ বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্য মাসিক ১৪ হাজার টাকা বেতন প্রদান করা হবে।
2) পদের নাম ওয়াচম্যান / গার্ডেনার
শূন্য পদের সংখ্যাঃ এই পদেও নিয়োগ করা হবে একজনকে।
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারীকে ন্যূনতম সপ্তম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এছাড়াও থাকতে হবে গার্ডেনিং করার অভিজ্ঞতা।
বয়স সীমাঃ এই পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর।
বেতনঃ মাসিক ৭৫০০ টাকা বেতন প্রদান করা হবে।
BOB Recruitment 2024-এ আবেদনের পদ্ধতি
- নিচে থাকা লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন আবেদন পত্র।
- সেটিকে প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্রের সাথে যোগ করতে হবে প্রয়োজনীয় সব নথি।
- এরপর যথাযথ স্থানে নিজেদের দু কপি ছবি লাগাতে হবে। আবেদনপত্র স্বাক্ষর করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : 23/03/2024
আরও পড়ুন – PM Ujjwala Yojana- এবার বিনামূল্যে পাবেন রান্নার গ্যাস! এইভাবে আবেদন করুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়
BOB Recruitment 2024-এর আবেদনপত্র পাঠানোর ঠিকানা
The Authorized Person
Baroda Swarojgar Vikas Sansthan
Baroda –RSETI
Shivampark Society,
Nr. Bank of Baroda Bamroli road Branch
Godhra-389001,
Dist-Panchmahal